পীরগঞ্জে মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঠাকুরগাঁও ব্লাড ডোনার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষাথীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার শেষ বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া তারগীবুল উম্মাহ মাদ্রাসা ও লিল্লা বোডিং এর শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় সংগঠনটি প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসেন, সেচ্ছাসেবক সুজন আলী,সেনুয়া তারগীবুল উম্মাহ মাদ্রাসা ও লিল্লা বোডিং এর পরিচালক হাফেজ ক্বারী মোজ্জাম্মেল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন বাচ্চা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা উজ্জ্বল জানান ঠাকুরগাঁও জেলায় অসহায় দুস্থ রোগীদের রক্ত দানের পাশাপাশি আমরা জেলার বিভিন্ন এলাকার ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রদের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে আসছি। ইতি মধ্যে আমরা দুই শতাধিক শীতবস্ত্র বিতরন করেছি। কোন প্রতিষ্ঠানে ছাত্র দের জন্য কোরআন শরীফের প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা ব্যাবস্থা করে দেওয়ার চেষ্টা করব।