
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান এমপি হাফিজ উদ্দিন আহমেদ এর
লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পথ সভা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজন এ সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরুণ বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। অন্যোণ্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র কশিরুল আলম, যুগ্ন সম্পাদক ইখতেখারুল হক ধ্রুব, সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম, কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাব্লু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সদস্য নুরনবী চঞ্চল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম প্রমুখ।
পথ সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ এর লাঙ্গল মার্কার ভোট দিয়ে এলাকার উন্নয়নে সহায়তা করার আহ্ববান জানান। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।