ঠাকুরগাঁও জেলা বাশিস’র সভাপতি নির্বাচিত হলেন মফিজুল হক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩

বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস এর ঠাকুরগাঁও জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। শনিবার ঠাকুরগাঁও বিডি হলে অনুষ্ঠিত জেলা সম্মেলনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম লিটন।

মফিজুল হক সভাপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আ’লীগ নেতা ও বিশষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবিএম কামালউদ্দীন, সম্পাদক এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ দেলোয়ার হোসেন দুলাল, সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া ও পত্রিকা বিষয়ক সম্পাদক বাদল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।