ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাস সহ ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা হাজীপুর ইউনিয়নের কালিমন্দির হিন্দুপাড়া বিল থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন: উপজেলার করনা গ্রামের খালেদুর রহমানের ছেলে আমিনুল ইসলাম(৫০), মৃত সহবত আলীর পুত্র নুরুল হক (৬০), জয়নাল আবেদীন ছেলে সিরাজুল ইসলাম(৪০) এবং নোহালী গ্রামের কুতুব উদ্দীন পুত্র নাসির (৪৮)।
পীরগঞ্জ থানার উপ পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে বিশেষ অভিযানে উপজেলার বোর্ডহাট এলাকায় অবস্থান কালে জানতে পারেন, কালিমন্দির হিন্দুপাড়া বিলে কিছু লোকা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়ে সেখানে আভিযান চালান তিনি সহ থানা পুলিশের একটি দল। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭৪০ টাকা ও তাস সহ ঐ চার জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তিনি বাদি হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকেলে আটককৃত ৪ জুয়াড়ীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।