৯২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে ২৬ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। বৃদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে বৃদ্ধার ছেলে বাদী হয়ে পলাশের বিরুদ্ধে থানায় মামলা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর পুত্রবধূ দাবি করেন, সোমবার রাতে শাশুড়ির ঘর থেকে শব্দ পেয়ে তারা এগিয়ে যান। পরে খাটের নিচ থেকে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারমান এম এ মালেক ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পলাশ মাদকাসক্ত যুবক। আমরা তার কঠিন শাস্তি চাই।’
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। সুত্র- কালের কন্ঠ