ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাটপাড়ায় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে করনাই বাজার প্রাণকেন্দ্র হাটপাড়া ফাজিল মাদ্রাসার পরিত্যক্ত জায়গায় আনুষ্ঠানিক ভাবে এ শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাবর হাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: জিয়াউর রহমান (জিয়া)। এ সময় বক্তব্য দেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলাম আজম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোকারম হোসেন, আওয়ামী লীগের ওয়ার্ড সদস্য মো: আব্দুল লতিফ ও যুগ্ম সাধারন সম্পাদক কামাল মোস্তফা।। উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগ সাধার সম্পাদক আব্দুল হক, প্রভাষক মো: মোকারম হোসেন (রাজু) মশিউর রহমান, তাইজুল ইসলাম, সোহেল রানা, আজিজুর রহমান, লুকমান মহরি, হালিম, আব্দুস সামাদ সহ আরো অনেকে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে এলাকার বহু সংখ্যক মানুষ এখানে প্রতীকী শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিলেন। এবার শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন পুরন হতে চলেছে।