পীরগঞ্জে শিশুশ্রম নিরসনে সেবাদানকারী প্রতিষ্ঠানের করনীয় বিষয়ক সভা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩

শিশুশ্রম নিরসনে সেবাদানকারী প্রতিষ্ঠানের করনীয় বিষয়ক সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। আই এল ও’র সহযোগীতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইএসডিও’র সিএলএমএস প্রকল্পের অফিসার সাজেদুর রহমান, উপজেলা ম্যানেজার অগ্নিশিখা প্রমূখ। সিএলএমএস প্রকল্পের সার সংক্ষেপ তুলে ধরেন ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল। সভায় সরকারী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, উপজেলার বিভিন্ন দোকান, গ্যারেজ, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৪৩ জন শিশু নিয়োজিত আছেন। এদের মধ্যে ১২৩ জন জনকে ইএসডিও প্রকল্পের মাধ্যামে স্কুলমুখী করা হয়েছে।