ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচনে ইমদাদুল হককে নৌকা মার্কা মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচী পালন করেন। সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে একই দাবীতে প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদ সম্মেলন করেন তারা। এ সময় আসন্ন উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা। বক্তব্য দেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, সাধারণ সম্পাদক ভারতী রানী রায়, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবিএম কামাল উদ্দিন, সহসভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষকলীগেরে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরেফিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, মহিলা যুবলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক আখি আকতার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন প্রমূখ। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, পৌর যুবলীগের সভাপতি শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহরাব আলী, পীরগঞ্জ সরকরি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান সহ উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ নির্বাচনী আসনে ইমদাদুল হকের একটি শক্তিশালী আওয়ামী রাজনীতির ভিত রয়েছে। তিনি ২০০৮ সালে এবং ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেলেও মহাজোটের কারণে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আওয়ামীলীগের দীর্ঘদিনের ত্যাগী এবং পরীক্ষিত সৈনিক। আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও এ আসনে আওয়ামীলীগের এমপি না থাকায় দল নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে। দল এবং এলাকার উন্নয়নের স্বার্থে ইমদাদুল হককে উপ-নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়া ছাড়া এর কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।