ঠাকুরগাঁও জেলা আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২
ঠাকুরগাঁও জেলা আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে জেলা আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালা হয়েছে । গতকাল শনিবার পৌর শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, গেষ্ট অব অনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলায়মান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ্ মো: আমিনুল হক প্রমুখ। কর্মশালায় বিচার বিভাগের কর্মকর্তা, সংবাদকর্মী, আইনজীবী, পুলিশ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, এনজিও কর্মকর্তা সহ আইনগত সহায়তা প্রদানকারী কমিটির সদস্যরা অংশ নেন।