ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে চারটি হুইল চেয়ার বিতরণ করা হয়। সোমবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি প্রবীণ কেন্দ্রে তাদের এসব চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে ইএসডিও’র স্থানীয় প্রবীণ কমিটির সভাপতি ধনী চরণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, বিশেষ অতিথি স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সচীন্দ্র নাথ বর্মন, ইএসডিও’র ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আইনুল হক প্রমুখ। এ সময় আউলিয়াপুর ইউনিয়নের ইএসডিও সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী আল আমিন, সমৃদ্ধি প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সমৃদ্ধির কর্মসূচির অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।