পীরগঞ্জ স্টেশনে পাওয়া সেই শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২
পীরগঞ্জ স্টেশনে পাওয়া সেই শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন এলাকায় পাওয়া সোহেল নামে সেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত নয় টার দিকে পীরগঞ্জ থানা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এবং থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম শিশুটিকে তার বাবা এবং ফুফু’র হাতে তুলে দেন। এ সময় পৌর কাউন্সিলর মাহফুজ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন সহ অন্যান্য সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রেল স্টেশন এলাকায় একা ঘুড়া ফিরা করতে দেখে সোহেল নামে ঐ শিশুটিকে স্থানীয় এক ব্যক্তি রাতে তার বাড়িতে আশ্রয় দেয়। রবিবার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ এবং থানা পুলিশ সহ বিভিন্ন জন শিশুটির পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। পরিবারের কোন সন্ধান না পেয়ে রবিবার সন্ধায় শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী আফিসার শাহরিয়ার নজির শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান এবং উঠানের দোলনায় বসিয়ে দোল খাওয়ানো সহ বিভিন্ন ভাবে আনন্দ দেওয়া চেষ্টা করেন। একা একা ঘুরা ফিরা করা জন্য শিশুটির হালকা কাশি দেখা দিলে তাকে সরকারী গাড়িতে করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান উপজেলা নির্বাহী অফিসার। পরে শিশুটি মাহফুজ কাউন্সিলরের জিম্মায় রাখা হয়। বিষয়টি বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেট দুনিয়ার মাধ্যমে শিশু সোহেলে খোঁজ পায় তার পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, শিশুটি তার পিতা ও ফুফুকে চিনতে পারে এবং পুলিশের মাধ্যমেও তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। রাতে পুলিশ, মিডিয়া কর্মী সহ অন্যান্যদের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।