পীরগঞ্জে বৃক্ষ শিশু রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২
পীরগঞ্জে বৃক্ষ শিশু রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিরল রোগে আক্রান্ত ১৩ বছর বয়সী শিশু রিপনের চিকিৎসার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিপনের বাবার হাতে সহায়তার এ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির।

এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা টেকনেশিয়ান মনিরুজ্জামান মনির, সাংবাদিক বাদল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্দ্ধতন কর্মকর্তা এবং তার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, জন্মের তিন মাস পর থেকে হাত-পায়ে শেকড় গজানোর মতো বিরল এক জেনেটিক রোগে ভুগছিল উপজেলার কেউটগাঁও গ্রামের শিশু রিপন দাস। যেটি পরবর্তীতে ট্রি-ম্যান বা ‘বৃক্ষ মানব’ সিনড্রোম বলে শনাক্ত করেন চিকিৎসকরা। পরে ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয় রিপনের। সেখানে রিপনের প্লাস্টিক সার্জারীসহ তিনটি অপারেশন করা হয়। পরে ১৮ সালের দিকে রিপন কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে স্কুলে ভর্তি হয়। স্কুলে ভালোই পড়াশোনা ও খেলাধুলা করত সে। কিন্তু গত দুই মাস আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই রিপনের শরীরের ত্বক কালো হয়ে যায়, নষ্ট হয় খাওয়ার রুচিও। এখন শরীরের চামড়া উঠে যাওয়াসহ না জটিলতায় ভুগছে এ শিশুটি। এখন সে হাটা চলাও করতে পারছে না। পার করছে এক দুর্বিসহ জীবন। এদিকে সুস্থ হয়ে আবার আগের মতো স্কুলে যাওয়ার আকুতি জানান রিপন। উন্নত চিকিৎসার জন্য রিপনকে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।