ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মধ্যগুয়াগাঁও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে। ২ নভেম্বর বুধবার মধ্য গুয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন চাতালে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান উত্তরবঙ্গের প্রবীণ আলিমেদ্বীন হযরত মাওলানা মোঃ আব্দুল মজিদ সাহেব ও প্রধান বক্তা মুফতি ইকরাম আহমাদ ইব্রাহিম (শিক্ষা সচিব মারকাযুত তাক্বওয়া আল ইসলামিয়া মাদ্রাসা ঢাকা)। মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোঃ আশরাফ চৌধুরী, সহ-সভাপতি থাকবেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক।
এছড়া হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক এর উপস্থাপনা ও মোঃ সাঈদ সুমনের পরিচালনায় দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরামাইবেন। এদিকে যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের লোকজন। তারা বলেন, যে সময় যুব সমাজের অনেকেই মাদকাসক্ত, ভার্চুয়াল গেমে আসক্ত ও বিভিন্ন কুসংস্কারে নিমজ্জিত ঠিক তখনই মধ্য গুয়াগাঁও যুব সমাজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।