নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে বাবাকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে। এ অভিযোগে ছেলের ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের খৈয়বুর রহমানের ছেলে আজিজুর রহমান মিঠুন নেশার করা জন্য তার বাবার কাছে এক হাজার টাকা চায়। টাকা দিতে অপরগতা প্রকাশ করে খৈয়বুর। এতে মাদকাসক্ত ছেলে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার বাবার হাত ভেঙ্গে দেয়। এ সময় স্থানীয় লোকজন মিঠুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবাকে পিটিয়ে জখম করার অপরাধে মিঠুনকে ৪৫দিন বিনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।