১৭ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে (পীরগঞ্জ) সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। তিনি পেয়েছেন ৭৮ ভোট। হাতি মার্কা নিয়ে ভোট করেন তিনি। তার নিকটতম প্রতিদন্ডী গিয়াসউদ্দীন পেয়েছেন ৬০ ভোট। বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে ভোট করেন গিয়াসউদ্দীন। সোমবার সকাল ৯ টাে থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্য পরো আরো ৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান টিফিন ক্যরিয়ার) পেয়েছেন ৩ ভোট, সুবল চন্দ্র রায় (অটো রিক্্রা) পেয়েছেন ২ ভোট, মশিউর রহমান(ক্রিকেট ব্যাট) পেয়েছেন ১ ভোট, আমরি হোসেন (তালা) পেয়েছেন ১ ভোট এবং নুরুল ইসলাম(টিউবওয়েল) কোন ভোট পাননি। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপিত বিষ্ণুপদ রায় নির্বাচিত সদস্য মোস্তাফিজার রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
সবার সংবাদ ২৪ ডট কম