পীরগঞ্জে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পাটির ৭নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যবীরহলী গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পার্টির সমাবেশে এ কমিটি গঠন করা হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পাটির ৭নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যবীরহলী গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পার্টির সমাবেশে এ কমিটি গঠন করা হয়। এ সময় ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস ও যুগ্ন সাংগঠনিক সম্পাদক আলী আমজাদ, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সরিফুল ইসলাম জুয়েল সহ জাতীয় পার্টির নেতা ইউসুব আলী, আব্দুল করিম, সাতারু মোহাম্মদ, হবিবর রহমান হবী, মোস্তফা আলম প্রমূখ।
পরে সবার সম্মতিক্রমে হবীবর রহমান হবীকে সভাপতি ও মোস্তফা আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।