ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাল গাছের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ২ লক্ষ ৫০ হাজার তাল গাছের বীজ রোপন কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় ৩০ হাজার তাল গাছের বীজ রোপন করা হবে।