পীরগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২
পীরগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রুপলাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশ্বে পুকুরে তার মরদেহ পাওয়া যায়। রুপলালের বাড়ি উপজেলা সৈয়দপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।
পীরগঞ্জ উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায় জানান, উপজেলার শিবপুর গ্রামের মৃত দীনেশের ছেলে রুপলাল অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। বিকালে বাড়ির পাশ্বে পুকুরে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়ত তিনি পুকুরের পানিতে পড়ে ডুবে যান।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স্ক লোক। অসুস্থ্যও ছিল। বাড়ির পাশ্বে পুকুরে তার মরদেহ পাওয়া যায়। কোন অভিযোগ নাই। সৎকারের জন্য বলা হয়েছে।

সবার সংবাদ ২৪ ডট কম