রানীশংকৈলে বরযাত্রী বাহি মাইক্রোবাস ডোবায় পড়ে এক মহিলার মৃত্যু, আহত ২
ঠাকুরঁগাওয়ের রানীশংকৈলে বরযাত্রী বাহি একটি মাইক্রোবাস ডোবায় পড়ে দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রানীশংকৈল উপজেলা রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে নিয়াজুল ইসলাম বর বেশে ৮ জন বরযাত্রী নিয়ে বিয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে করে জেলার হরিপুর উপজেলায় খলড়া গ্রামে কনের বাড়িতে যাওয়ার সময় এ দূর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামরাই থেকে ছেড়ে আসা বরযাত্রি বাহি মাইক্রেবাসটি রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় গরুর সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বে ডোবার পানিতে পড়ে যায়। এতে ধামরাই উপজেলার ছোট চন্দ্রইল গ্রামের সফিবুলের স্ত্রী শামীমা আক্তার (৫০), সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা সহ আরো একজন বৃদ্ধ আহত হয়। রানীশংকৈল হাসপাতালে নেওয়ার পথে শামীমা মারা যায়। তবে বরের কোন ক্ষতি হয়নি। আহতদের রাণীশংকৈল হাসপালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, হতাহতদের বাড়ি ঢাকায়। এজন্য কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
সবার সংবাদ ২৪ ডট কম