
পীরগঞ্জে মিনা দিবস
“নিরাপদ ও আনন্দময় পরিবেশ মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যে মিনা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনষ্ঠিত আলোচনা সভা, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নশরতে খোদা রানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ। পরে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।