ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নকল কীটনাশক সরবরাহ ও বিক্রি করার দায়ে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার খটশিংগা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ এ জরিমানা করেন।
উপজেলা কৃষি বিভাগের প্লান প্রটেকশন ইন্সপেক্টর মোশারফ হোসেন জানান, উপজেলার খট্শিংগা বাজারের সার ও কীট নাশক ব্যবসায়ী আওয়াল রবিবার দুপুরে স্থানীয় এক কৃষকের কাছে সিনজেন্টা কোম্পানী ভিরতাকো কীটনাশক বিক্রি করে। ভিরতাকো কীটনাশকের প্যাকেট দেখে ঐ কৃষকের সন্দেহ হলে সিনজেন্টা কোম্পানীর স্থানীয় প্রতিনিধি ও পরিবেশককে জানান। তারা ঘটনাস্থালে গিয়ে সনাক্ত করেন ঐ কীট নাশক নকল। পরে দোকান মালিক কৌশলে ঐ কীট নাশক সরবরাহকারীকে দোকানে ডেকে নেন এবং আটক করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন জেল এবং নকল কীট নাশক সরবরাহকারী রানীশংকৈল উপজেলার ভুকুরগাও গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মামুনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেন। অভিযুক্তরা তাৎক্ষনিক জরিমানা প্রদান করেন।