পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু করা হয়েছে। শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোমেনুল হক।
এ উপলক্ষে ডায়াবেটিস হাসপাতালে পৌরসভার মেয়র ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন

প্রধান অতিথি প্রফেসর ডাঃ মোঃ মোমেনুল হক, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর এর উপ-পরিচালক আখতারুজ্জামান,সাবেক এমপি সেলিনা জাহান লিটা, কর্নেল সোহেল রানা, সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, এডোলেসেন্ট ওয়েল ফেয়ার নেটওয়ার্কের পরিচালক ফরিদা ইয়াসমিন, পীরগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ একরামুল হক, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিম উজ্জ্বল, পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী,পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক প্রমূখ। সভা
সঞ্চালনা করেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক মোঃ সলেমান আলী।