আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর নেতৃত্বে র্যালিটি শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে পীরগঞ্জে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালিটি শহর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেয়। এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাবেক পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অপর দিকে বঙ্গবন্ধু আদর্শের কর্মী ব্যানারে্ পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে সকালে শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরালে আলাদা ভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।