ঠাকুরগাঁও জেলা চাইনিজ রেষ্টুরেন্ট মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। বুধবার পৌর শহরের টাটকা চাইনিজ রেষ্টুরেন্টে এ কমিটি গঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও স্প্রিং গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, স্পাইসি আইল্যান্ডের স্বত্তাধিকারী আলী বখতিয়ার উজ্জ্বলসহ কমিটির অন্যান্য সদস্যরা। পরে সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: রফিকুল ইসলাম রোহান (টিপটপ চাইনিজ রেষ্টুরেন্ট), সাধারণ সম্পাদক মো: তারেক রাসেল (টাটকা চাইনিজ রেষ্টুরেন্ট), সহ সম্পাদক মো: রাজিউল করিম (ফেম বিবিকিউ), কোষাধ্যক্ষ মো: রাশেদুল ইসলাম (অটিষ্টিক কুইসাইন), দপ্তর সম্পাদক অভিজিত রায় (বৈঠক খানা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুবেল ইসলাম (টিএফসি চাইনিজ রেস্টুরেন্ট)।
এছাড়াও সদস্য পদে সোয়েব সরকার (লারেজা চাইনিজ রেষ্টুরেন্ট), প্রশান্ত কুমার দাস (টাঙ্গন চাইনিজ রেষ্টুরেন্ট), প্রদীপ কুমার (ইয়াম্মি কিং চাইনিস রেষ্টুরেন্ট) নির্বাচিত হন। নতুন কমিটি জুন/২২ হতে জুন/২৪ পর্যন্ত ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।