
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি এবং ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান হিরা, পৌর জাতীয় পার্টির আহŸায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আশরাফুল আলম, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাজিউর রহমান রাজ প্রমূখ। এ সময় দলের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা আলোচনা সভায় দলে দলে অংশ নেয়। পরে একটি র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।