কমার্সিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আইপজিটিভের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১

কনকনে শীতে জুবুথুবু হয়ে সীমাহীন কষ্ট করে দিনাতিপাত করা মানুষগুলো আশায় বাঁচে একটুখানি সহযোগিতার। হিমালয়ের পাদদেশে হাড়কাঁপানো শীতে এক চিলতি উষ্ণতার খোঁজে মরিয়া হয়ে উঠে সমাজের চোখে অসহায় বলে বিবেচিত মানুষেরা। তবে সকল মানুষকে অধিকারের বিবেচনায় সমদৃষ্টি রেখে শীতের তীব্রতা ছাড়িয়ে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জয় বাংলায ইয়ুথ এওয়ার্ড বিজয়ী সংগঠন আই পজিটিভ আইপজিটিভ।

২০২১ এর শেষ দিন শুক্রবার (৩১ ডিসেম্বর) নতুন বছরে শীতার্ত মানুষের সাহায্যার্থে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ৫৫০ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এই ইভেন্টে শীতবস্ত্র প্রদানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অবদান রাখেন কমার্সিয়াল ব্যাংক অব সিলন।

শীতকাল ব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে শুক্রবারের ইভেন্টে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,
কমার্সিয়াল ব্যাংক অব সিলন কর্পোরেট ব্রাঞ্চের প্রধান সহকারী তারেক জাহিদ, আইপজিটিভ সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, আইপজিটিভের সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল, এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুসা সরকার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর আহবায়ক নূর নবী চঞ্চল সহ সংগঠনের সদস্যবৃন্দ।

এছাড়াও কিছুদিন আগে পীরগঞ্জের বিভিন্ন স্থানে শিশুদের মাঝে ৩৫০ সুয়েটার ২৫০ টি কম্বল বিতরণ করে আইপজিটিভের সদস্যরা।

উত্তরবঙ্গের চলমান তীব্র শীতে পিছিয়েপড়া মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে ফ্যামিলির সাইজের লেপ, কম্বল, ও সুয়েডারসহ প্রায় ২৫০০ শীতবস্ত্র বিতরণ করবে বলে জানিয়েছেন সংগঠনটির মানসেবী প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ।