রাণীশংকৈলে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১

ঠাকুরগাঁওয়ের নিখোঁজের ৩ দিন পর ধান ক্ষেত থেকে আলিফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলার রানীশংকৈল পৌর শহরের পাচপীর এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অলিফ একই এলাকার সহিদুলের ছেলে। অলিফের পিতা সহিদুল জানায়, ৩ দিন ধরে নিখোজ ছিল তার ছেলে। আজ সকালে লোকমুখে খবর পান পাকা ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, মরদেহ উদ্ধার করা করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।