ঠাকুরগাঁওয়ে ঢাকা থেকে ফিরে আসা রোমার ও শ্যামলী পরিবহনের দুটি নৈশ্য কোচের গতির প্রতিযোগিতায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নখাপাড়া এলাকার রাজ্জাকের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও তার সঙ্গী বীরগঞ্জ নিজপাড়া এলাকার সঞ্জয় রায় (২৮)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার ও শ্যামলী পরিবহণ নামের নৈশকোচ দুটি একটি অপরটিকে ওভারটেক করতে প্রতিযোগিতা করছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জ যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের সাথে শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসাইন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতেরা ২ জনই এনজিও কর্মী। বেপরোয়া গতির প্রতিযোগিতায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।