ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভৈলাতৈড় উত্তরপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে দুইজনের বাড়ি থেকে মোট ৪টি গরু চুরি হয়েছে। জানা যায়, ভেলাতৈড় উত্তরপাড়া গ্রামের খয়রুলের বাড়ির গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু এবং ওই গ্রামেরই বাদশার বাড়ি থেকে ১টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি তারা।
গত ১২ সেপ্টেম্বর পৌর শহরের গুয়াগাঁও এলাকার আরেফিন নামে এক ব্যক্তির বাড়ির প্রাচীর ভেঙ্গে গরু গলায় পরানো লোহার শিকল কেটে তিনটি বিদেশী গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। একই রাতে উপজেলার সাগুনি গ্রামের মজাহারুলের বাড়ি থেকেও দুটি আড়িয়া গরু চুরি গেছে। গরুর চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন এলাকাবাসী।