সাংবাদিককে হত্যার হুমকি: পীরগঞ্জে প্ল্যাকার্ড হাতে দুই সংবাদকর্মীর প্রতিবাদ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই সংবাদকর্মী প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন। রবিবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তার সড়ক ডিভাইডারের উপর দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে আধাঘন্টাব্যাপী এই অভিনব প্রতিবাদ জানান স্থানীয় সংবাদকর্মী আমিনুর রহমান হৃদয় ও বাদল হোসেন। একটি প্ল্যাকার্ডের লেখায় তারা তিন সাংবাদিককে হত্যার হুমকিদাতা কাউন্সিলের বিচার চান। প্রসঙ্গত, গত শুক্রবার একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও স্থানীয় দৈনিক লোকায়নের নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে মুঠোফোনে হত্যার হুমকি দেন ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম। এ ঘটনায় শুক্রবার রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি সাধারণ ডায়েরি করেছেন ওই তিন সাংবাদিক।