পীরগঞ্জে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে মানবকল্যাণ পরিষদ-এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি কাজী সোনিয়া, প্রসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রওশনারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ৬টি ইউনিয়নে ভ্রাম্যমাণ তথ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।