পীরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. মুনিরের শোকসভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম ডা. মুনির উদ্দিনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই শোকসভা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল,আলহাজ¦ শাহজাহান আলী,বিভূতিভূষণ রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল আজিজ,প্রফুল্ল কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক নূরনবী চঞ্চলসহ ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় আওয়ামী লীগের প্রয়াত নেতা ইকরামুল হক(এমসিএ),সাবেক এমপি মখলেসুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদ,সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার,সাবেক সহ সভাপতি ইয়াকুব আলী,একেএম ফজলুল করিম,হাফিজ উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সাবেক ইউপি চেয়ারম্যান গোবিন্দ প্রসাদ রায়,সাবেক ইউপি চেয়ারম্যান দºু মোহন রায়,সাবেক সভাপতি আব্দুর সোবহান,সাবেক সভাপতি আব্দুল মালেক সরকার, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ বজলুর রহমান,আবেদ আলী শেখ,নাসির উদ্দিন চাঁন মিয়া,তোতা মিয়া,সাবেক সভাপতি খগেন্দ্রনাথ রায়,সাবেক সাধারণ সম্পাদক কলিমউদ্দিন,আব্দুল আজিজ,নুরুল ইসলাম সহ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।