পীরগঞ্জে ৩ গুনী ব্যক্তির স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের চেয়ারম্যান মরহুম ডা: মুনির উদ্দীন, প্রয়াত পৌর মেয়র রাজিউর রহমান রাজু’র ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ এম ককামাল উদ্দীনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাপোর এলাকায় মোবারক আলী চক্ষু হাসপাতাল চত্বরে এ স্মরণ সভা হয়। ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর মেয়র ইকরামুল হকের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোজাারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়াম্যান আক্তরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পীরগঞ্জ সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস আলম, চ্যারিটেবল ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি ইমদাদুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নরুজ্জামান, উপজেলা আলীগের সহ সভাপতি শাহজাহান ও গোলাম রব্বানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শাহ আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা প্রমুখ। এতে ট্রাষ্টি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।