করোনা পরিস্থিতি
ঠাকুরগাঁওয়ে নতুন ৩৯ জনসহ মোট আক্রান্ত-১৮৫১, মৃত্যু-৪৩
ঠাকুরগাঁওয়ে বর্তমানে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও মৃত্যুর হারও বাড়ছে। বিধি নিষেধ থাকলেও রাস্তাঘাট, হাট-বাজার ও অন্যান্য স্থানে প্রচুর জনসমাগম হচ্ছে। এতে করে সংক্রমেনর ঝুকি বাড়ছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ১ হাজার ৮৫১ জন আক্রান্ত হন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪ জন সহ জেলায় মোট আরোগ্য লাভ করেছেন ১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। অদ্যাবধি জেলায় মোট ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৪ জন। অদ্যাবধি মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৫ হাজার ৩শ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ১১৩ জন এবং অদ্যাবধি মোট ৫ হাজার ২১৫ জন ছাড়পত্র পেয়েছেন। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫১ জন। ২৪ ঘন্টায় আইসোলেসনে ছিলেন ৩৯ জন, অদ্যবাধি মোট ১ হাজার ৮৫১ জন আইসোলেশনে ছিলেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, জেলায় করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে। বালিয়াডাঙ্গী উপজেলার দওসুও, পাড়িয়া, বড় পলাশবাড়ী ইউনিয়ন, পৌর শহরের হাজীপাড়া, কালিবাড়ী এলাকাকে ঝুকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম স্বপরিবারে করোনায় আক্রান্Í হয়েছেন। যে সকল বাড়িতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে লাল পাতাকা টাঙ্গানো হচ্ছে। করোনা মোকাবেলায় সকলের সতর্কতামূলক সহযোগিতা কামনা করেন তিনি।