পীরগঞ্জে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: জুন ৯, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাছি নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের গুয়াগাঁও এলাকায় এ ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। এ সময় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, আব্দুস সামাদ, পৌরসভার প্রকৌশলী শাহাজাহন আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌরসভার প্রধান সহকারি নূর মোহাম্মদ চৌধুরী, সাংবাদিক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, বাদল হোসেন সহ ওই এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী শাহাজাহন আলী জানান, শহরের গুয়াগাঁও লাছি নদীর পূর্ব পাড়ের মানুষ ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে যাতায়াত করতো। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তেন তারা। দীর্ঘদিন পরে হলেও টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে সেখানে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। ব্রীজ নির্মাণ হলে ওই এলাকার সাধারণ মানুষের দুর্ঘোব লাঘবের পাশাপাশি পৌর শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

উল্লেখ্য, গুয়াগাঁও এলাকায় লাছি নদীর উপর এ ব্রীজ নির্মাণের দাবীতে ইতিপূর্বে বেশ কয়েকবার মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন নদীর পূর্ব পাড়ের বাসিন্দারা। ব্রীজ নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি ঐ এলাকাবার বাসিন্দারা।