বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলে ২ লাখ টাকা ফি

বিদেশি শিল্পী নিয়ে দেশীয় কোনো কোম্পানি বা ব্যক্তি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করতে হলে প্রতিজন শিল্পীর জন্য সরকারকে ২ লাখ টাকা ফি দিতে হবে। এমন বিধান রেখে এ সংক্রান্ত নীতিমালা সংশোধনী এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন কোনো টেলিভিশন চ্যানেল প্রচার করলে তাকেও এককালীন ২০ হাজার টাকা ফি দিতে হবে।রোববার (৬ জুন) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ ও সংগীতশিল্পীদের অংশগ্রহণ বিষয় নীতিমালা প্রণয়ন করেছে তথ্য মন্ত্রণালয়। আমরা সে নীতিমালায় সংশোধন ও সংযোজন করেছি।