বুধবার(১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। পুত্রসন্তানের মা–বাবা হলেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন। ১১ আগস্ট বৃহস্পতিবার পরীমনি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে তার সন্তানের প্রথম ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন-
‘শাহীম মুহাম্মদ রাজ্য।
Shaheem Muhammad Rajya.
তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও ♥️
অভিনন্দন তোমাকে।
আমাদের রাজপু্ত্র ‘