ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। প্রেমিক আদিল ডুরানির সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছেন তিনি।
জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।
এদিকে মুসলিম যুবক আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।
ভাইরাল হওয়া বিয়ের একটি ছবিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। তাদের দুজনের গলায়ই শোভা পাচ্ছে বরমালা।