যে গ্রামে ঘরে ঘরে জমজ সন্তান!

বৈচিত্রময় এই পৃথিবীতে বৈচিত্রময় মানুষের চেহারাও। একজনের চেহারার সাথে আর আরেকজনের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। চিন্তা ভাবনার সাথেও রয়েছে ব্যাপক পার্থক্য। কিন্তু এর মধ্যে কিছু মানুষের দেখতে একি রকম হয়। যখন কিনা তারা হয় জমজ। এ রকম জমজের দেখা পাওয়াটা সহজ না। এই জমজের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। নাম ‘টুইন ভিলেজ’।

ধারাবাহিক এই নাটকটিতে টুইন জন্ম নেওয়া এক গ্রামের গল্প দেখানো হবে। যেগ্রামে প্রতিটি ঘরে ঘরে জমজ। অবাক হলেও সত্য এ গ্রামে বহু বছর ধরে জমজ সন্তান জন্ম হচ্ছে। এই সূত্রে গ্রামের নামকরণ হয় ‘টুইন ভিলেজ’।

নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। যিনি এর আগে মোশাররফ করিমকে নিয়ে জমজ নাটক নির্মাণ করেছেন। নাটকটির রচনাও তার। সঙ্গে আছেন সুজিত বিশ্বাস।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাসহ অনেকেই।