ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও বাজার মধু পুকুর নামক স্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত খায়রুল আলম ডন জানান, জনগাঁওয়ের মধু পুকুরটি খনন করার সময় পুকুরের জোতের মালিক জয়দেব রায় একটি বিষ্ণু মুর্তি পায় পরে তিনি নিজেই থানায় খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। মূর্তিটির ওজন অনুমানিক ৫০০ গ্রাম হবে। তবে এটি কষ্টিপাথরের মূর্তি না ব্রোঞ্জ পাথরের মুর্তি তা স্বর্ণকার দ্বারা জাচাই করা হয়েছে।