ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্রমিক, দিনমজুর ও হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার সন্ধ্যায় উপজেলা যুবদলের পক্ষে ৫০টি পরিবারের মাঝে সেলাই, চিনি, মুড়ি ও দুধের কৌটা বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোবারক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী কনক, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ওয়াহিদুজ্জামান নবীন, রাজু, ফারুক সহ দলের কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হাসান মিঠু জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শ্রমিক, দিনমজুর, দরিদ্র অসহায় ও অস্বচ্ছল মানুষদের খুঁজে এনে ঈদ সামগ্রী দিয়েছি। দেশের ক্রান্তিকাল সহ সব সময় যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকেছে। এবারও ঈদকে সামনে রেখে আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।