পীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ

প্রকাশিত: মে ১১, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও সাধারণ মানুষকে সচেতন করার পাশপাশি মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় এ কর্মসূচী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়াজনুল হক বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, যুবলীগ নেতা এনামুল হক, পৌর যুবলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নসিব ই খোদা তমাল, মাজেদুর রহমান মাজেদ, পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকিউর রহমান প্রমূখ। এ সময় অসচেতন মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের পাশাপশি ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় বিষয়ক প্রচারণা চালানো হয়।