পীরগঞ্জে আধুনিক মসজিদ ও রাস্তা বানিয়ে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষক
ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে মসজিদে যাওয়ার রাস্তা তৈরী ও বিদ্যালয় চত্ত¡রে অর্ধ কোটি টাকায় আধুনিক মসজিদ নির্মাণ করে সাধারণ মানুষের কাছে প্রশংসায় ভাসছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। পবিত্র রমজান মাসে এমন একটি মহৎ কাজ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে ওই প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছেন এলাকার মানুষ।
জানা যায়, ১৯০৭ সালে পৌর শহরের প্রাণকেন্দ্র পীরগঞ্জ-রানীশংকৈল প্রধান পাঁকা সড়ক সংলগ্ন জগথা এলাকায় টাটি বেড়া দিয়ে যাত্রা শুরু করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। টংক নাথ রায় চৌধুরী নামে এক জমিদার তৎকালীন সময়ে বিদ্যালয়ের একটি আধাপাকা ভবন তৈরী করে দেন। এরপর থেকেই স্কুলটির সুমান ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি স্থানীয়দের সহযোগীতায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। বর্তমান প্রধান শিক্ষক মফিজুল হক যোগদানের পর পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি বিদ্যালয় চত্ত¡রে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয় করে আধুনিক মসজিদ নির্মাণ করেছেন তিনি। বিদ্যালয়ের মুল গেইট ছাড়াও মসজিদে প্রবেশের জন্য ময়লা আবর্জনার স্তুপ সরিয়ে মসজিদে যাওয়ার বিকল্প রাস্তা তৈরী করে দিয়েছেন ওই প্রধান শিক্ষক।
রঘুনাথপুর এলাকার নর্থ বাংলা র্যাপার আনছারুল ইসলাম নামে এক প্রবাসী জানান, এলাকায় গিয়ে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন দেখে খুব ভালো লেগেছে। পাশাপাশি বিদ্যালয় চত্ত¡রে আধুনিক মসজিদ দেখে আরো বেশি অবাক হয়েছি। স্কুলের হেডমাষ্টার ভাল একটি প্রশংসনীয় কাজ করেছেন।
ওই মসজিদের মুসল্লী আব্দুল বাসেদ জানান, আগে ওইখানে ছোট একটি মসজিদ ছিল দশ পনের জন নামাজ পড়া যেত। এখন মসজিদটি ভেঙ্গে অনেক বড় করা হয়েছে। অনায়াসে তিনশ থেকে সাড়ে তিনশ মুনল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদ যাওয়ার জন্য সাধারণ মুসল্লীদের কথা চিন্তা করে প্রধান শিক্ষক বিকল্প রাস্তা তৈরী করে দিয়েছেন। নিঃসন্দেহে একটি মহৎ কাজ করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, আমার স্বপ্ন ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দে ও নির্বিঘেœ নামাজ আদায় করতে পারেন এমন একটি আধুনিক মসজিদ নির্মাণ করা। দীর্ঘদিন পরে হলেও আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। এখন থেকে মুসল্লীরা এখানে নামাজ আদায় করতে পারবেন।