পীরগঞ্জে বিশ্ব স্কাউটস দিবস উদযাপন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১

নানা আয়োজনে ঠাকুরগাওঁয়ের পীরগঞ্জে বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে সোমবার পীরগঞ্জ স্কাউটের আয়োজনে র‌্যালি,বৃক্ষ রোপন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষ্যে সকালে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করা হয়। পরে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।