ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১

ঠাকুরগাঁওয়ে উপজেলা ভিত্তিক মৃতদেহ সৎকার কমিটির (বারিয়াল টিম) এর কোভিড-১৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনরীচ প্রকল্পের আয়োজনে প্রকল্প কর্মকর্তা জয়বুন নেছার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, প্রকল্প অফিসার স্বপন সরেন, নিলা মুরমু, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার সোহরাব হোসেন প্রমুখ। সদর উপজেলার ৩০ জন বিভিন্ন ধর্মের মৃতদেহ সৎকার কমিটির সদস্যদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সৎকারের বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন। এ জাতীয় কাজের জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।