ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি সমাজসেবামূলক সংগঠন। শনিবার উপজেলার নারায়নপুর গ্রামে তরুণদের সমাজসেবামূলক সংগঠন নারায়নপুর ইয়াং সোসাইটি এর উদ্যোগে ২০টি পরিবারকে শীতবস্ত্র-লেপ দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, সংগঠনটির সভাপতি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী রিয়াদ রেজওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত ১ বছর ধরে “পরিবর্তন ও পরিবর্ধনের তাগিদে আমরা” এই স্লোগানে নারায়নপুর ইয়াং সোসাইটির স্বেচ্ছাসেবীরা মানবতার দেয়াল প্রতিষ্ঠা,অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষ রোপণ কর্মসূচি,বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন, রক্তদান কর্মসূচি, ম্যাগাজিন প্রকাশ ,মসজিদের ছাদ ঢালাই কাজে সিমেন্টের বস্তা দিয়ে সহায়তা,করোনাকালে মাস্ক বিতরণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা সামাজিক কর্মকান্ড করে আসছেন।