‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা’ এ শিরোনামে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কমার্শিয়াল ব্যাংকেরের সহযোগিতায় সমাজসেবামূলক সংগঠন ‘আইপজিটিভ’ ১০ম বারের মতো এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ইকরামুল হক, কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধি তারেক জাহিদ, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান আলী,পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল, আইপজিটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমূখ।