১ম দফা পৌর নির্বাচনে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুল হক বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রী প্রার্থী হিসেবে নরিকেল গাছ মার্কা নিয়ে ভোট করেছেন তিনি। তিনি পেয়েছেন ৯ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট। বিএনপি’র ধানের শীষ মার্কার রেজাউল করিম রাজা পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট।
রির্টাানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দীন জানান, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলী, বিএনপি, জাতীয় পার্ঠি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রী সহ ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।