ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন সানিকে সাময়িক ভাবে ছাত্রদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত দলীয় মেয়র প্রার্থী ও দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন সারোয়ার হোসেন সানি। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি।
এতে আরও বলা হয়, ২৪ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে ছাত্রদলের সকল প্রকার দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, সারোয়ার হোসেন সানির পিতা জয়নাল আবেদীন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। সম্প্রতি জয়নালকেও দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।