পীরগঞ্জ পৌর নির্বাচন: বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নালকে দল থেকে বহিষ্কার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য ছিলেন।
রবিবার রাতে গণমাধ্যমকর্মীদের এই বিষয়টি নিশ্চিত করেছে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
তিনি জানান, গত ১৯ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন উর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় সব পদ থেকে জয়নাল আবেদীনকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বিএনপির দায়িত্বশীল পদে থেকে পীরগঞ্জ পৌর নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে জয়নাল আবেদীন নিজে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি।
প্রসঙ্গত, জয়নাল আবেদীন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।আগামী ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।